বৃষ্টি কাব্য
        লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ের বারিধারা ঝর ঝর ঝরে,
পথ ঘাট নদী মাঠ সব যায় ভরে।
খেয়ামাঝি খেয়া বায় যাত্রী করে পার,
ঘন কালো মেঘ এসে ছায় চারিধার।


থেকেথেকে শোনা যায় মেঘের গর্জন,
হাসিছে বিজুলি ধারা যখন তখন।
ঘন মেঘে বারি ধারা ঝরে অবিরল,
পথেঘাটে খেত মাঠে বয়ে যায় জল।


আষাঢ়ে বাদল নামে পথ জলে ভরে,
অবিরাম জল ঝরে সারা দিন ধরে।
বৃষ্টি নামে মিষ্টি মেয়ে বৃষ্টিতে সে ভিজে,
বৃষ্টির কবিতা লিখে বৃষ্টি মেয়ে নিজে।


বৃষ্টি সৃষ্টি, মিষ্টি মেয়ে, বৃষ্টির মতন,
বৃষ্টি নিয়ে কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।