বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৮
          - লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ের মাসে
কালোমেঘ ভাসে
আকাশের আঙিনায়।


মেঘের গর্জন,
প্রবল বর্ষণ,
চারিদিকে বসুধায়।


বরষা নেমেছে
পুকুর ভেঙেছে
জল ঢুকে মোর গাঁয়।


ছিঁড়ে গেছে পাল
মাঝি ধরে হাল
আনে তরী কিনারায়।


ঘাটে কেউ নাই
মাঝি ঘরে যায়
আঁধারে গগন ছায়।


বৃষ্টি থেমে যায়
রাতের বেলায়
চাঁদ তারা হাসে গায়।
…ফুটফুটে জোছনায়।