বৃষ্টি কাব্য –৯
-লক্ষ্মণ ভাণ্ডারী


আজকে দেখি আষাঢ় মাসে দুরন্ত বরিষা নামে,
প্রবল বন্যা ভেঙেছে বাঁধ জল ঢুকে মোর গ্রামে।
পথের বাঁয়ে আমার গাঁয়ে আঙিনায় বাঁধা গাই,
বর্ষায় আজি ভিজিছে গাই, বাছুরীটি তার নাই।


লাঙল কাঁধে কৃষক চলে আল পথ ধরে মাঠে,
জোয়াল কাঁধে বলদ দুটি চলিছে তারই সাথে।
টোকা মাথায় কিষাণ বধূ ছাগলের পাল লয়ে,
গুরু গম্ভীর ডাকিছে মেঘ, বাদল হাওয়া বয়ে।


নদীর ঘাটে গাঁয়ের মাঝি, খেয়া পারাপার করে,
বর্ষার দিনে আজিকে দেখি অঝোরে বাদল ঝরে।
প্রবল বন্যা দুলিছে নৌকা মাঝি করে হায় হায়,
যাত্রীরা সবে ভিজিছে বসে করিবার কিছু নাই।


বাদল নামে সকাল হতে মেঘেরা দিতেছে পাড়ি,
বর্ষার কাব্য লিখিল আজি কবি লক্ষ্মণ ভাণ্ডারী।