নয়ন দিঘির পাশে আমের বাগান,
আমবাগানেতে শুনি কোকিলের গান।
নয়ন দিঘির জলে রাজহাঁস ভাসে,
লাল রবি দেয় উঁকি পূবের আকাশে।


রাঙাপথ ধরে আসে গাঁয়ের বধূরা,
মাটির কলসী কাঁখে লাল শাড়ি পরা।
সবুজ তরুর শাখে বিহগের দল,
সারাদিন কিচিমিচি করে কোলাহল।


অজয়ের নদীঘাটে আসে গরুগাড়ি,
যাত্রীরা এসে নৌকায় চড়ে তাড়াতাড়ি।
সকালে গাঁয়ের মাঝি ঘাটে বৈঠা বায়,
ভাটিয়ালি গান গেয়ে পার হয়ে যায়।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
দিনশেষে ঘরে ফেরে লোকজন মেলা।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
চাঁদ তারা শুধু জাগে সারা রাত ধরে।