বাংলা কবিতা আসরের নবাগত দুইকবি মূলচাঁদ মাহাত ও  সানারুল মোমিন তাঁদের স্বরচিত কবিতা ছন্দে ছন্দে নিয়মিতভাবে লিখে চলেছেন কবিতার আসরে। তাঁদের লেখায় ও কাব্যে আমাদের বাংলা কবিতার আসর একদিন সমৃদ্ধ হয়ে উঠবে এই আশা রাখি।


দুই কবির লেখা কবিতা পাঠ করে আমি বিমুগ্ধ ও অভিভূত। তাই উভয়কবিকে উত্সাহ ও অনুপ্রেরণা দিতেই আমার কবিতা "ছন্দকবি কাব্য উপহার" দুইকবিকে উত্সর্গ করলাম।


ছন্দকবি কাব্য উপহার
              -লক্ষ্মণ ভাণ্ডারী


ছন্দকবি মূলচাঁদ মাহাত
                   ও কবি সানারুল মোমিন,
দুই কবির কাব্য-গীতিতে
                    শুনি আমি সুরের বীন।


বঙ্গের দুই মহান কবির
                    কবিতা লেখার সাধ,
একজনের নিবাস পুরুলিয়া
                   অন্যজনের মুর্শিদাবাদ।


দুইকবি মিলে ছন্দে ছন্দে
                    লিখেন কবিতা কত,
কবিতা আসরে শুধু কবিতা
                    লিখে যান অবিরত।


তাঁদের লেখায় তাঁদের কাব্যে
                   সমৃদ্ধ কবিতার আসর,
কবিতা লেখায় কবিতার ধ্যানে
                  মগ্ন দোঁহে নিরন্তর।


দুইকবির লেখা কবিতায়
                   শুনি যে সুরের ঝংকার,
দুই কবিবরে দিলাম আজি
                  ছন্দকবি কাব্য উপহার।


কবি মূলচাঁদ কবি সানারুল
                  দোঁহে গাহিল যাদের গান,
অজয় কাব্যে তাঁদেরই ছন্দে
                 শুনি অজয়ের কলতান।


তাঁদের প্রেরণায় তাঁদের উত্সাহে
                 অজয়ের কবিতা লিখি,
ছন্দে ও ভাবে ডুব দিতে হবে
                 আমি তাঁদের কাছে শিখি।