অজয় নদীর পারে ছোট আমাদের গ্রাম,
অজয়ের জলধারা বয়ে চলে অবিরাম।
পূরব গগনে রবি উঠে রোজ লাল হয়ে,
অজয় নদীর ধারা অবিরত চলে বয়ে।


সবুজ তরুর শাখে শুনি পাখিদের গান,
আম কাঁঠালের বনে কোকিলের কুহুতান।
রাঙাপথে দুই ধারে মাঠ ভরা সোনা ধান,
সকালের সোনা রোদে প্রাণ করে আনচান।


মাটি ঘর খড়ো চাল মাটি লেপা আঙিনায়,
আঙিনার এক কোণে আছে বাঁধা রাঙীগাই।
দুধ ভরা বাটি হাতে মাতা বসি খাটিয়ায়,
মার কোলে বসি শিশু খুশিমনে দুধ খায়।


গাঁয়ে আছে তালদিঘি পাড়ে তার তালগাছ,
দিঘিজলে জাল ফেলে ধরে জেলে রোজ মাছ।
বধূরা কলসী কাঁখে জল নিয়ে ঘরে যায়,
পাখা মেলে শঙ্খচিল উড়ে আকাশের গায়।


পশ্চিমে দিগন্ত পানে রবি যায় অস্তাচলে,
লাল রঙ পড়ে ঝরে অজয় নদীর জলে।
দিনশেষে ধীরে ধীরে সাঁঝের আঁধার নামে,
চাঁদ উঠে তারা ফুটে ছোট আমাদের গ্রামে।