ছোটগাঁয়ে ছোটঘর ছোট ছোট বাড়ি,
রাঙাপথ চলে গেছে গ্রামখানি ছাড়ি।
দুইধারে সারে সারে কাঁটা কুলগাছে,
বন শালিকের দল তরু-শাখে নাচে।


শাল পিয়ালের বনে মাদলের তালে,
সাঁওতালী নাচে গায় আপন খেয়ালে।
বাঁশের বাঁশির সুরে মেতে ওঠে প্রাণ,
আমবনে কোকিলেরা গাহে কুহুতান।


সবুজ ধানের খেত মাঝে আল পথে,
পথিকেরা পথ চলে আসে দূর হতে।
রাঙামেঘে সাদা বক ওড়ে সারিসারি,
নদীবাঁকে কুকুরেরা করে মারা-মারি।


ছোটগাঁয়ে আমাদের ছোট বাড়িঘর,
অজয় নদীর ঘাটে সরু বালিচর।