ছোট গায়ের মাটির ঘরে
পাচিলে ঘেরা আঙিনা,
আঙিনা মাঝে চড়ুই নাচে
নাচে শালিক ময়না।


সকাল হলে প্রভাত পাখি
গাছে গাছে গীত গায়,
অরুণ সূর্য কিরণ ছড়ায়
পূব আকাশের গায়।


রাঙাপথের দুইধারেতে
আম কাঠালের বন,
সারাটা দিন কোকিল ডাকে
ভরে প্রাণ আর মন।


নদীর ধারে বালির চর
অজয় নদীর কূলে,
গায়ের মাঝি চালায় তরী
ভাটিয়ালি সুর তুলে।


গায়ের মাটি সবুজ খাটি
এ মাটি আমার মা,
মাটিতে আছে স্নেহের ছায়া
ভালবাসার ঠিকানা।