অজয়ের এপারেতে ছোট মোর গাঁয়,
ছোট ছোট আছে ঘর তরুর ছায়ায়।
প্রতিদিন উঠে রবি পূরব গগনে,
ছোট ছোট ফুল ফুটে কুসুম কাননে।


ছোট ছোট দিঘি আছে আমাদের গাঁয়ে,
মাঠে মাঠে সোনা ধান আম-বন বাঁয়ে।
রাঙাপথে গাছে গাছে পাখি গীত গায়,
ছোট বধূ স্নান সেরে, জল নিয়ে যায়।


আমাদের গাঁয়ে আছে ছোট এক নদী,
কুলু কুলু বয়ে চলে হয়ে বেগবতী।
নদীধারে দুইকূলে ছোট ছোট গ্রাম,
অজয়ের কলতানে মেতে ওঠে প্রাণ।


আমাদের ছোট গাঁয়ে সাঁঝের বেলায়,
ছোট ছোট তারা ফুটে আকাশের গায়।