দূরে অজয়ের চর
                     লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গাঁয়ে আছে সারি সারি তালগাছ,
তাল পুকুরের জলে লাফায় বোয়াল মাছ।
আমাদের গাঁয়ে কত গলিপথ আকাঁ বাঁকা,
বধূরা নাইতে আসে ঘোমটায় মুখ ঢাকা।


বাঁশ বাগানের ধারে  সোজা পথ চলে যায়,
একতারা হাতে ধরে  কানু দাস গান গায়।
গ্রাম সীমানায় এসে লাল ধূলোর সরাণে,
শঙ্খচিল যায় উড়ে দূর আকাশের পানে।


রাঙা মাটি পথ এসে মিশে নদী কিনারায়,
অজয়ের নদীজলে সাদা বক মাছ খায়।
বেলাশেষে চাষীভাই গান গেয়ে যায় ঘরে,
সুর্যি ডোবে লাল হয়ে অজয় নদীর চরে।


মাটির আঙিনা ঘেরা আছে ছোট  বাড়িঘর,
আম কাঁঠালের বন,  দূরে অজয়ের চর।