এসেছে ফাগুন
লক্ষ্মণ ভাণ্ডারী


এসেছে ফাগুন ধরেছে আগুন
পলাশের বনে বনে,
কোকিলের তানে পাখিদের গানে
দোলে দেয় দেহমনে।


বসন্তের রঙে সেজেছে শিমূল
তরুশাখে কিশলয়,
যেদিকে তাকাই দেখিবারে পাই
রঙ-ছবি মনে হয়।


কমল কাননে মধু আহরণে
আসে ছুটে মধুকর,
অজয়ের ঘাটে ক্রমে বেলা কাটে
সাদা সরু বালি চর।


পড়ে আসে বেলা শেষ হয় খেলা
শাল পিয়ালের বনে,
রাতের আকাশে চাঁদ তারা হাসে
বসন্তের আগমনে।