এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখের দাবদাহে প্রাণ আর নাহি চাহে
বাহিরেতে মধ্যাহ্ন বেলায়,
অসহ্য বৈশাখ মাস রৌদ্রদগ্ধ দূর্বা ঘাস
প্রজাপতি লুকাল কোথায়?


ফুটে না কমল কলি নাহি ধেয়ে আসে অলি
রৌদ্রতেজ বড়ই প্রখর,
বৈশাখে ভর দুপুরে নাইতে আসে পুকুরে
জল নিয়ে বধূ চলে ঘর।


পাড়ার সকল ছেলে সাঁতার কাটিছে জলে
পুকুরের কালো ঘোলাজল,
বৈশাখে খাঁ খাঁ দুপুর নির্জন হলে পুকুর
রাজহাঁস করে কোলাহল।


অজয় নদীর তটে পাড়ের প্রাচীন বটে
তরু শাখে পাখিদের মেলা,
অলস মধ্যাহ্নকাল স্বপ্নময় মায়াজাল
ক্রমে ক্রমে আসে পড়ে বেলা।