এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল বৈশাখ মাস না হেরি সবুজ ঘাস
বিবর্ণ ধূসর মাঠে মাঠে,
বৈশাখের দাবদাহে সুমধুর গান গাহে
বাউলেরা অজয়ের ঘাটে।


হরিনাম সংকীর্তন গাহে কীর্তনীয়াগণ
করে নাম চব্বিশ প্রহর,
চারিদিক খাঁ খাঁ করে অবিরত ঘর্ম ঝরে
রোদ্রতাপ ভীষণ প্রখর।


বৈশাখের রবিতাপে জল পরিণত বাষ্পে
শুকিয়ে যায় নদীর জল,
রোদ্দুর হয় প্রখর সুবিস্তীর্ণ নদীচর
নাহি আসে শালিকের দল।


বেলা যবে আসে পড়ে কাল বৈশাখীর ঝড়ে
লাল ধুলো রাঙাপথে উড়ে,
তরুশাখে পাখি সব করে কত কলরব
ভাঙে নীড় সর্বনাশা ঝড়ে।


ঝড় যবে আসে থেমে বৃষ্টিধারা আসে নেমে
তপ্ত মাটি হয় সুশীতল,
খর বায়ু বেগে বয় বাতাস শীতল হয়
আঙিনায় বয়ে যায় জল।