এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষের শুরু বৈশাখে পল্লবিত তরুশাখে
পাখিদের শুনি কলতান,
বৈশাখের আগমনে মৌমাছি লুকায় বনে
এসো গাহি বৈশাখের গান।  


বৈশাখের দাবদাহে প্রাণ আর নাহি চাহে
প্রাণ আজি তৃষ্ণায় কাতর,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
দূরে হেরি অজয়ের চর।


চারিদিক খাঁ খাঁ করে অজয় নদীর চরে
নদীতে রয়েছে হাঁটুজল,
বোঝা নিয়ে জলে নামে যেতে হবে দূরগ্রামে
যাত্রীদের শুনি কোলাহল।


কাজলা দিঘির জলে মরাল মরালী চলে
কচুরি পানায় গেছে ভরে,
দিঘি তার কালো জল রোদে করে ঝলমল
জল নিয়ে বধূ চলে ঘরে।


অলস মধ্যাহ্নকালে  রচে ধুম্রময় জালে
রৌদ্র প্রখর আগুন জ্বলে,
রৌদ্রে পুড়ে গাছপালা শুকিয়েছে নদীনালা
পানকৌড়ি ডুবে ঘোলা জলে।