এসো হে পঁচিশে বৈশাখ  এসো হে বিশ্বকবি পুনর্বার
কবিগুরু স্মরণে আমার কবিতা (প্রথম পর্ব)
কবিতার নাম: আসে ঐ পঁচিশে বৈশাখ
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আসে ঐ পঁচিশে বৈশাখ
              যেন উত্তপ্ত জ্বলন্ত রবি,
শুভদিনে জন্মেছেন যিনি
              তিনি বাংলার বিশ্বকবি।


আসে ঐ পঁচিশে বৈশাখ
              আজি প্রভাতে রবির কর,
আসে ঐ পঁচিশে বৈশাখ,
              তপ্ত মাটিতে রৌদ্র প্রখর।


এসো হে পঁচিশে বৈশাখ,
             আনো বিশ্বকবি রবীন্দ্রনাথ,
বিশ্বকবি আসুক বাংলায়
             আসুক উজ্জ্বল সুপ্রভাত।


তাই আসে ঐ পঁচিশে বৈশাখ
                জাতির কালিমা মুছে যাক্,
ঈর্ষা ও ভয় দূরে সরে যাক্
                এসো, এসো পঁচিশে বৈশাখ।