এসো হে পঁচিশে বৈশাখ... কবিগুরু প্রণাম
বিশ্বকবি রবীন্দ্রনাথ  ষষ্ঠ পর্ব
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি,
বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ !
এসো হে নতুন এসো
নিত্য নব নব সাজে।
এসো হে পঁচিশে বৈশাখ।
দিকে দিকে শুনি তার ডাক।


রবি ঠাকুরের বিখ্যাত কিছু উক্তি


(১)”যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে”


(২)”আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান ও অপরটি হচ্ছে প্রেম।”


(৩)”মন দিয়ে মন বোঝা যায় , গভীর বিশ্বাস শুধু , নীরব প্রেমের কথা
টেনে নিয়ে আসে।”


(৪)”আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না।”


(৫”)মনুষ্যত্বর শিক্ষাটাই চরম শিক্ষা,
আর সমস্তটাই তার অধীন”


(৬)”নিজের অজ্ঞতার সম্বন্ধে অজ্ঞানতার মতো,
অজ্ঞান আর কিছু নেই।”


(৭)”গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল ,
বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ।”


(৮)”এরা সুখের লাগি ,চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়”


(৯)”মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া, হাঁফ ছাড়িবার জন্য।”


(১০)”যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে, সে হয় বঞ্চিত।”  

রবি ঠাকুরের আরও কিছু বিখ্যাত উক্তি আগামীপর্বে প্রকাশিত হবে।


আমাদের একটাই দেশ। তা শুধু ভারতবর্ষ নয়, সারা দুনিয়া, গোটা বিশ্ব। একটাই জাতি, তা হল মানুষ। একটাই ভাষা, তা হল মানব ভাষা। একটাই ধর্ম তা হল মানবধর্ম। তাই তো আজও সারা বিশ্ববাসী বিশ্বকবির জয়গান করে-  এসো হে পঁচিশে বৈশাখ এসো এসো।
সাথে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন।
রোগমুক্ত জীবন যাপন করুন। জয়গুরু!


কবি স্মরণে কবির শব্দরাশি দিয়ে লেখা তাঁরই অনুকরণে
বিশ্বকবিকে কবিপ্রণাম জানিয়ে


আমার লেখা ছড়ার গান-১
"এসো হে পঁচিশে বৈশাখ"  
             কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


পূবের কোণে উঠলো রবি
রবি ঠাকুর প্রাণের কবি।


পঁচিশে বৈশাখ আসে তাই,
আনন্দের আর সীমা নাই।


গাছের ডালে গাইছে পাখি,
বনের টিয়া উঠলো ডাকি।


ফুল ফুটেছে ফুলের বনে,
বইছে নদী আপন মনে।


হে বিশ্বকবি! রবি ঠাকুর,
সঙ্গীতে তব মধুর সুর।


রবীন্দ্র গীতি সুরের গান,
আকুল করে সবার প্রাণ।


বাজলো বেণু মধুর সুরে,
কবির নাম জগৎ জুড়ে।


জাতির গর্ব বাঙালি জাত,
কবির সেরা রবীন্দ্রনাথ।


নাইকো কবি রবি সমান,
কবি স্মরণে ছড়ার গান।


জগৎ জুড়ে কবির নাম,
হে কবিগুরু! লহ প্রণাম।