এসো হে পঁচিশে বৈশাখ... কবিগুরু প্রণাম
বিশ্বকবি রবীন্দ্রনাথ  সপ্তম পর্ব
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি, বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে, আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন এসো
নিত্য নব নব সাজে।
এসো হে পঁচিশে বৈশাখ।
দিকে দিকে শুনি তার ডাক।


রবি ঠাকুরের বিখ্যাত কিছু উক্তি


(১১)”ভয়ের তাড়া খেলেই, ধর্মের মূঢ়তার পিছনে, মানুষ লুকাতে চেষ্টা করে।”


(১২)”সংসারে সাধু-অসাধুর মধ্যে, প্রভেদ এই যে সাধুরা কপট, আর
অসাধুরা অকপট।”


(১৩)”ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”


(১৪)”সংসারের কোন কাজেই, যে হতভাগার বুদ্ধি খোলে না , সে নিশ্চয়ই ভালো বই লিখিবে।”


(১৫)”আমি তোমাকে অসংখ্য ভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি একজীবনের পর অন্য জীবনেও ভালো বেসেছি, বছরের পর বছর সর্বদা, সর্বময়।”


(১৬)   “অতীতকাল যত বড়ো কালই হোক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত ,তার মধ্যে জয় করিবার শক্তি আছে।”


(১৭) “চোখ কতটুকুই দেখে, কান কতটুকুই  শোনে, স্পর্শ কতটুকুই বোধ করে। কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে, কেবলই ছড়িয়ে যাচ্ছে।”


(১৮)”ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে, তাহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিতে থাকে। ইহারা ধর্মকে এক বিশেষ  গন্ডি আঁকিয়া, একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।”


(১৯)”পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।”


(২০)”নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”


রবি ঠাকুরের আরও কিছু বিখ্যাত উক্তি আগামীপর্বে প্রকাশিত হবে। সাথে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন।
রোগমুক্ত জীবন যাপন করুন। জয়গুরু!


আমাদের একটাই দেশ। তা শুধু ভারতবর্ষ নয়, সারা দুনিয়া, গোটা বিশ্ব। একটাই জাতি, তা হল মানুষ। একটাই ভাষা, তা হল মানব ভাষা। একটাই ধর্ম তা হল মানবধর্ম। তাই তো আজও সারা বিশ্ববাসী বিশ্বকবির জয়গান করে-
এসো হে পঁচিশে বৈশাখ এসো এসো।


কবি স্মরণে কবির শব্দরাশি দিয়ে লেখা তাঁরই অনুকরণে
বিশ্বকবিকে কবিপ্রণাম জানিয়ে

আমার কবিতা কবিগুরু প্রণাম
"এসো হে পঁচিশে বৈশাখ"  
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।


তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।


হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।


বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।


প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।