এসো পঁচিশে বৈশাখ (161তম রবীন্দ্র জন্মজয়ন্তী)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো পঁচিশে বৈশাখ শুভ জন্মদিন,
কবির জন্ম দিবসে বেজে উঠে বীণ।
বীণার ঝঙ্কারে বাজে সঙ্গীতের সুর,
সেই সুর চিত্তে মম বাজে সুমধুর।


এসো পঁচিশে বৈশাখ শুচি করি মন,
কবির জন্ম দিবস করিব পালন।
উদিল অরুণ রবি লোহিত বরণ,
তরুশাখে পাখিসব করিছে কুজন।


পঁচিশে বৈশাখ যবে আসে বসুধায়,
রবীন্দ্র সঙ্গীত সুরে সবে গান গায়।
কবিতা আবৃত্তি গান গীতিনাট্য কত,
নাটক মঞ্চস্থ করে কুশী-লব যত।


পঁচিশের বৈশাখেতে আসিলে ধরায়,
কবিশ্রেষ্ঠ কবিগুরু প্রণমি তোমায়।
দিকে দিকে বিশ্বজুড়ে তব জয়গান,
জন্মদিনে কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।