ফাগুন এসেছে ভাই, এসেছে ফাগুন।
ফাগুন এসেছে তাই, হৃদয়ে আগুন।
          শিমূল পলাশের বনে,
          আসে ধেয়ে অলিগণে,
সারাদিন ফুলে ফুলে করে গুন-গুন।
ফাগুন এসেছে ভাই, এসেছে ফাগুন।


ফাগুন এসেছে ভাই এ ধরার পরে,
আমের শাখায় শাখায় মুকুল ধরে।
          ফাগুনের রং লাগে,
          হৃদয়ে পুলক জাগে,
কোকিলের কুহুতান কুহু কুহু স্বরে।
ফাগুন এসেছে তাই চিত্ত ওঠে ভরে।


তরুশাখে সুশোভিত নব কিশলয়,
ফাগুনে পুলকিত মম তনু ও হৃদয়।
          সবুজ ডাঙার মাঠে,
          সারাদিন বেলা কাটে
সাঁঝের আঁধার নামে দিন শেষ হয়,
নব বসন্তের রং মাখে সবার হদয়।