ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


ফাগুনে পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
গাহে পাখি তরুর শাখায়,
বসন্তের আগমনে পলাশ শিমূল বনে
অলিদল গুন গুন গায়।


ফুল ফুটে রাশি রাশি রাখাল বাজায় বাঁশি
সোনা রোদ ঝরে নদীচরে,
রাঙাপথ গেছে বেঁকে জল নিয়ে নদী থেকে
গাঁয়ের বধূরা চলে ঘরে।


প্রকৃতির রং ধরে রূপ দেখি মন ভরে
তরুশাখে নব কিশলয়,
অজয় নদীর ধারা বহিছে পাগল পারা
অবিরাম কল কল বয়।


খুশিতে মেতেছে সবে বসন্তের উত্সবে
অজয় নদীর ঘাট কাছে,
ধামসা মাদল বাজে সেজে অপরূপ সাজে
সাঁওতাল রমণীরা নাচে।


দিবসের অবসানে সাঁঝের আঁধার নামে
জোনাকিরা জ্বলে দেয় আলো,
পূর্ণিমার চাঁদ উঠে গগনেতে তারা ফুটে
জোছনায় দেখে লাগে ভালো।