ফাগুন প্রভাতে রবি পূর্বদিকে উঠে,
বাগানের ফুলকলি লাল হয়ে ফুটে।
পাখি সব গান গায় তরুর শাখায়,
সকালের সোনারোদ হাসে বারান্দায়।


ফাগুনে ফুলের বনে ফুটে কত ফুল,
আম্র শাখায় মঞ্জুরিত আম্রের মুকুল।
কোকিলের কুহুতানে ভরে ওঠে মন,
বর্ণময় শোভা ধরে পলাশের বন।


তালপুকুরের ঘাটে আসে বেলা পড়ে,
জল নিতে আসে বধূ রাঙা পথ ধরে।
দিবসের শেষে রবি আলোক লুকায়,
বিহগের দল ফেরে, আপন বাসায়।


সাঁঝের আঁধার নামে রাঙাপথ পাশে,
ফাগুনের জোছনায় চাঁদ তারা হাসে।