গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমি গাঁকে ভালবাসি,
সবুজ মাঠে উপচে পড়ে
সোনার ধানের হাসি।


গাঁয়ের পথে দুই ধারেতে
সবুজ শীতল ছায়া,
গাঁয়েই আছে স্নেহ পরশ
মমতা মাখানো মায়া।


এই গাঁয়েতে লাঙল চষে
আমার গাঁয়ের চাষী,
সবুজ মাঠে নুইয়ে পড়ে
ধান শিষ রাশি রাশি।


এই গাঁয়েতে বাজায় বাঁশি
গাঁয়ের রাখাল ভাই,
মধুর সুরে বাজায় দুরে
তুলনা যে তার নাই।


সকাল হলে অরুণ রবি
সোনা কিরণ ছড়ায়,
তরুর শাখে পাখিরা ডাকে
প্রভাত পাখিরা গায়।