বাংলা কবিতা আসরের দ্বিতীয় অধিবেশন আজ অনুষ্ঠিত হল আমাদের পরম আরাধ্য শ্রদ্ধেয় ও সম্মানীয় কবি শ্রীযুক্ত অজিত কুমার কর মহাশয়ের পূণ্যতীর্থ কবির বাসভবনে। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি এই আয়োজিত কবি-সম্মেলনে সকল কবিদের মহামিলনে আমাদের বাংলা কবিতার আসর একদিন সুসমৃদ্ধ হয়ে উঠবে।


আজ রাখী-বন্ধনের পূণ্য দিবসে সকল কবিগণকে জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।
কবিগণের জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


গাহি কবিদের জয়গান
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


নতুন বারতা এসেছে আজিকে ভয় নাহি নাহি ভয়,
বন্দনা আজিকে কবিতার পাতায় গাহি কবিদের জয়।
অজিত কুমার কর মহাশয়ের বাটীতে বসিল আসর,
আনন্দ মুখর প্রাঙ্গন কবির প্রফুল্লিত সবার অন্তর।


হেথাহোথা হতে আসিল অনেকে এই কবি সম্মেলনে,
মহা মিলনের মহান আসর প্রিয়কবির আবাস ভবনে।
দিকে দিকে সবে দীপ্ত পুলকে গাহে কবিতার জয়গান,
দূর হতে আমি শুধু কবিতায় কবিদের জানাই সম্মান।


এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় কবিতা আসর,
কবিতা আমার প্রাণের দোতারা , কোন কবি নহে পর।
কবি আমি ভাই কবিতার পাতায় গাহি কবিদের জয়গান,
কবিতা আমার প্রাণখোলা হাসি কবিতা যে আমার প্রাণ।


মহা মিলনের বার্তা আসিছে, দিকে দিকে শুনি আহ্বান,
দিকে দিকে সবে দীপ্ত পুলকে গাহে কবিতার জয়গান।