গাঁয়ে আছে আমাদের সুশীতল ছায়া,
গাঁয়ের মাটিতে আছে মমতা ও মায়া।
গাছেগাছে পাখি ডাকে ফুল ফোটে বনে,
আসে ধেয়ে অলি দল কমল কাননে।


আমাদের গাঁয়ে দেখি রাঙাপথ বাঁকে,
পুকুরের পাড়ে সাদা বক বসে থাকে।
রাখাল বাজায় বাঁশি মাঠে গরু চরে,
চাষী সব মাঠে যায় আলপথ ধরে।


গাঁয়ে আছে আমাদের, ছোট ছোট ঘর,
কোকিলের ডাক শুনে জুড়ায় অন্তর।
গাঁ আমার মা আমার, মাটি আমার মা,
এমন সুন্দর গ্রাম কোথাও  দেখি না।


গাঁয়ের উত্তর দিকে আছে স্রোতস্বতী,
বয়ে চলে অবিরাম হয়ে বেগবতী।
অজয়ের জলধারা কল কল বেগে,
উড়ে যায় শঙ্খচিল দূরে রাঙা মেঘে।


আমাদের গ্রামখানি অতি মনোহর,
গাঁয়ের মানুষ জন কেউ নয় পর।
গাঁয়ের মাটিতে আছে, স্নেহ ভালবাসা,
ছায়াঘেরা গাঁয়ে মোর, জাগে নব আশা।