গাঁয়ে আছে ছায়া
গাঁয়ে আছে মায়া
গাঁয়ে আছে ছোট মাটির ঘর,
রে মন আমার... ...


এই গাঁয়ে আমার
সকলেই আপনার
কেহ তো নহে আমার পর।
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


গাঁয়ের রাখাল
নিয়ে গরুপাল
প্রভাতে চলে রাঙা পথের পর,
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


গাঁয়ের চাষীভাই,
নিত্য মাঠে যায়,
মাটিতে লাঙল চালায় দিনভর।
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


গাঁয়ের তাঁতিভাই
বসে তাঁতশালায়,
ধুতি আর শাড়ি বোনে নিরন্তর।
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


গাঁয়ের কামার ভাই
বসে কামারশালায়,
হাতুড়ি মারে তপ্ত লোহার উপর।
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


সুখ শান্তি ভালবাসা,
আছে নব নব আশা,
গাঁয়ে পেতেছি আমি খেলাঘর।
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।


গাঁয়ে আছে ছায়া
গাঁয়ে আছে মায়া
গাঁয়ে আছে ছোট মাটির ঘর,
রে মন আমার... ...
গাঁয়ে আছে ছোট মাটির ঘর।