গাঁয়ে আছে আমবন, কাঁঠালের সারি,
রাঙা পথের দুধারে খেজুর, সুপারি।
তালপুকুরের পাড়ে তালগাছ আছে,
পাখিদের কলরব শুনি গাছে গাছে ।


নদীর ঘাটের কাছে আছে বটগাছ,
তার তলে হেরি কত শালিকের নাচ।
নদীতট সুশীতল পাখি গায় গান,
পাখিদের গান শুনে ভরে মনপ্রাণ।


এপারেতে ছোটগ্রাম ওপারেও গ্রাম,
মাঝখানে বয়ে চলে নদী অবিরাম।
নদীচরে আসে উড়ে ধবল বলাকা,
শঙ্খচিল উড়ে যায় মেলে দুই পাখা।


বেলা যেই আসে পড়ে অজয়ের ঘাটে
সোনালি কিরণ ঝরে সূর্য বসে পাটে।