গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি বিশুদ্ধ পবিত্র খাঁটি
গাঁয়ে আছে সবুজের ছায়া,
পাখি ডাকে বায়ু বয় পূবে অরুণ উদয়
গাঁয়ে আছে মমতা ও মায়া।


গাঁয়ে ছোট ঘর আছে পাখি নাচে গাছে গাছে
রাঙাপথে চলে গরুগাড়ি,
পাখা মেলে নীলাকাশে বলাকারা উড়ে আসে
নদীঘাটে দেয় তারা পাড়ি।


কাজলা দিঘির জলে হাঁসগুলি দলে দলে
ভেসে ভেসে কোলাহল করে,
পানকৌড়ি আসে রোজ ডুব দিয়ে নেয় খোঁজ
গুগলি শামুক খায় ধরে।


আমাদের ছোট গাঁয়ে সবুজ তরুর ছায়ে
গ্রাম সীমানায় নদীঘাট,
গাঁয়ের পথের বাঁকে বক উড়ে ঝাঁকে ঝাঁকে
দূরে বকুল তলার মাঠ।


অজয় নদীর চরে সোনালী আলোক ঝরে
দিবসের হয় অবসান,
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
স্তব্ধ হয় পাখিদের গান।