গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘরে সকলেই বাস করে
গ্রামবাসী সবাই আপন,
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
এই গাঁয়ে লভেছি জনম।


পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
সুশীতল সমীরণ বয়।
পশ্চিমে সবুজ মাঠ অজয় নদীর ঘাট
কুলু কুলু বহিছে অজয়।


অজয় নদীর পারে তালগাছে সারে সারে
দূরে শাল পিয়ালের বন,
সবুজ তরুর শাখে পাখি কিচিমিচি ডাকে
ভরে উঠে সবাকার মন।


অজয় নদীর চরে বক বসে খেলা করে
সারাদিন শালিকের মেলা,
পশ্চিমেতে রবি ঢলে অজয়ের নদীজলে
শেষ হয় দিবসের খেলা।


পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
চারিদিক ভরে জোছনায়,
অজয় নদীর ঘাটে ভোর হয় রাত কাটে
ঊষারবি কিরণ ছড়ায়।