গাঁয়ে আছে ছোটঘর পাঁচিল ঘেরা আঙিনা,
আঙিনায় সারাদিন খেলে চড়ুই ময়না।
বাইরে বেড়ার পাশে বসে দুটি দাঁড়কাক,
করে কত কলরব করে খুব হাঁক ডাক।


তুলসী তলার পাশে মাধবী আর মালতী,
প্রভাত সময় হলে ফোটে রোজ নিতিনিতি।
হরেক রকম ফুল, বেলী ফুল জুঁই ফুল,
ফুলবাগে ফুল ফোটে করবী আর বকুল।


সকালের সোনা রোদ পড়ে ঝরে আঙিনায়,
বাটি হাতে ছোট শিশু গুড় মেখে মুড়ি খায়।
রাঙীগাই গোয়ালেতে আছে বাঁধা একপাশে,
বাছুরীটি আছে শুয়ে চোখে তার ঘুম আসে।


সকালের সোনা রোদে আমি বসে খাটিয়ায়,
হাতেতে চায়ের কাপ, মজে আছি কবিতায়।