গাঁয়ে আছে রাঙাপথ ছোট দিঘি আছে,
পাখি সব গীত গায় পাড়ে গাছে গাছে।
নাম তার তালদিঘি কালো তার জল,
জলে তার করে খেলা মরালের দল।


দিঘির বাঁধানো ঘাটে আসে জল নিতে,
কলসীতে জল ভরে চলে রাঙা পথে।
দিঘিজলে স্নান করে গাঁয়ের বধূরা,
জল নিয়ে ঘরে যায় স্নান হলে সারা।


দিঘিপাড়ে তালগাছ আছে সারি সারি,
রাঙাপথ গেছে চলে বামপাশে তারি।
পানকৌড়ি আসে উড়ে ডুব দিয়ে যায়,
মাছরাঙা পাড়ে বসে মাছ ধরে খায়।


গাঁয়ে আছে রাঙাপথ লাল ধূলো তার,
পাশে তার তালদিঘি গাঁয়েতে আমার।