ছোট গাঁয়ে আমাদের
লক্ষ্মণ ভাণ্ডারী


ছোটগাঁয়ে আমাদের আছে ছোটঘর,
গ্রাম সীমানায় আছে অজয়ের চর।
ছোট ছোট ফুলগাছে ছোটফুল ফুটে,
ছোটগাঁয়ে প্রতিদিন পূবে রবি উঠে।


আমকাঁঠালের গাছে কোকিলের গান,
কোকিলের কুহুতানে হরষিত প্রাণ।
তালদিঘি দুইপারে আছে তালগাছ,
দিঘিজলে খেলা করে ছোট পুঁটিমাছ।


রাঙাপথে দুইধারে সবুজ ছায়ায়,
কলসীতে জল নিয়ে বধূ ঘরে যায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
তুলসী তলায় দীপ জ্বলে ঘরে ঘরে।


রাতের আকাশে রোজ চাঁদতারা হাসে,
রাত কাটে ভোর হয় শুভ দিন আসে।