গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৭ (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটি সবুজ খাঁটি
এই গাঁয়েতে জন্মেছি।
মাটির গন্ধে প্রাণ পাগল
মাটিকে ভালবেসেছি।


এই গাঁয়েতে মাটির পথে
সরানে গোরুর গাড়ি,
ধূলো উড়িয়ে সকাল হতে
নদীঘাটে দেয় পাড়ি।


এই গাঁয়েতে নদীর ঘাটে
যাত্রীদের কোলাহল,
নদীর চরে শালিক উড়ে
শীতল নদীর জল।


গাঁয়ের শেষে কাঁকনতলা
দক্ষিণে পিয়াল বন,
তরুর শাখায় পাখিরা গায়
ভরে উঠে মোর মন।


গাঁয়ের মাটি স্বর্গ আমার
এই গাঁ আমার মা,
এমন স্নেহ ও ভালোবাসা
কোথাও পেলাম না।


গাঁয়ের মাটি ডাকে আমায়
আসে না দুচোখে ঘুম,
আঁধার কালো নির্জন গাঁয়ে
নিশীথ রাত্রি নিঝুম।


পাঁচিলঘেরা উঠানে মোর
চাঁদের আলোক ঝরে,
মাটির গন্ধে হৃদয় নাচে
আমার মাটির ঘরে।