গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-১০
-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!
এই মাটিতে গাঁয়ের চাষী
ফলায় সোনার ধান। রে…


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!


এই মাটিতে ফলে সোনা
রাশি রাশি যায় যে গোনা
মাটির পরশ দেয় চেতনা
মেতে ওঠে প্রাণ রে!


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!


এই মাটিতে সবুজ গাছে,
গাছে গাছে পাখিরা নাচে,
এই মাটিতে শান্তি আছে
আছে মাটির টান রে!


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!
এই মাটিতে গাঁয়ের চাষী
ফলায় সোনার ধান রে…


গাঁ আমার মাটি আমার
সুখের স্বর্গধাম রে!