গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-২
লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের কবিতা মাটির গান
এ গাঁয়ের কথা বলে,
গাঁ আমার মাটি যে আমার
সবুজের ছায়াতলে।


এই গাঁয়েতে গাঁয়ের বধূ
জল নিয়ে যায় ঘরে,
সবুজ গাছে পাখিরা নাচে,
পরাণ পাগল করে।


এই গাঁয়েতে রাখাল ছেলে
বাজায় বাঁশের বাঁশি,
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমি গাঁকে ভালবাসি।


এই গাঁয়েতে গাঁয়ের চাষী
মাটিতে চালায় লাঙল,
মাটির গন্ধে পরাণ পাগল
ফলায় মাটিতে ফসল।


এই গাঁয়েতে দিনের বেলা
কিরণ ছড়ায় রবি,
আঁধার রাতে চাঁদের আলো
আঁকে স্বপ্নময় ছবি।