গায়ের মাটি গাছের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর, সবুজ গাছের ছায়া,
গাঁ আমার মাটি আমার আছে মমতা মায়া।
গাঁয়ে আছে ছোট দিঘি পদ্মদিঘি তার নাম,
গাঁয়ের মাটি স্বর্গ আমার পূণ্য পবিত্র-ধাম।


গাঁয়ে আছে আমবন বসন্তে কোকিল গায়,
তরুছায়ে মধুর সুরে রাখাল বাঁশি বাজায়।
রাঙা মাটি পথ ধরে আসে কৃষকের দল,
সারাদিন খাটে মাঠে ফলায় সোনা ফসল।


বেলা যেই আসে পড়ে অজয় নদীর ঘাটে,
দিবসের শেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে।
আপন বাসায় ফেরে পাখি সব কলরব করে,
জ্বলে দীপ বাজে শঙ্খ এই গাঁয়ে প্রতি ঘরে।


সাঁঝের আঁধার নামে। বাজে সাঁঝের সানাই,
চাঁদ তারা হাসে খেলে নীল আকাশের গায়।