গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর দূরে অজয়ের চর
রাঙাপথে তালদিঘি বাঁয়ে,
ছোট আমাদের গ্রাম পূণ্য জন্মভূমি ধাম
গ্রামখানি সবুজের ছায়ে।


আম কাঁঠালের বনে কোকিল আপন মনে
কুহু কুহু সারাদিন ডাকে,
তালগাছ ও সুপারি খেজুর গাছের সারি
পদ্মদিঘি রাঙাপথ বাঁকে।


শিমূল পলাশ গাছে ফুলে ফুলে ছেয়ে আছে
নদীধারে কাঁটা কুল বন,
অজয় নদীর চরে সোনালী আলোক ঝরে
পশ্চিমেতে লুকায় তপন।


সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
ঘরে ঘরে ধূপ দীপ জ্বলে,
ঘণ্টা বাজে কাঁসি বাজে গাঁয়ের মন্দির মাঝে
সারা গ্রাম মাতে কোলাহলে।


রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
পূবেতে অরুণ রবি উঠে,
পাখিরা তরুর শাখে কিচিমিচি উঠে ডেকে
ফুলবনে ফুলকলি ফুটে।