গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
গাঁয়ের মাটিতে সোনা ফলে,
পূবদিকে রবি উঠে ফুল বনে ফুল ফুটে
ধেয়ে আসে অলি দলে দলে।


রাঙাপথে গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
এসে থামে অজয়ের ঘাটে,
সুশীতল নদীজল যাত্রীদের কোলাহল
বোঝা নিয়ে হাঁটুজলে হাঁটে।


আমাদের ছোট গাঁয়ে শীতল তরুর ছায়ে
ছোট ছোট শিশু করে খেলা,
গাঁয়ের পথের বাঁকে সবুজ তরুর শাখে
সারাদিন পাখিদের মেলা।


গ্রাম সীমানার কাছে ছোট এক দিঘি আছে
কচুরিপানায় গেছে ভরে,
কচুরিপানার পাশে মরাল মরালী ভাসে
সারাদিন দিঘিজলে চরে।


সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
চাঁদ উঠে দূরে বাঁশবনে,
শুভ্র জোছনার হাসি পড়ে ঝরে রাশি রাশি
তারা ফুটে সুনীল গগনে।