গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
আর আছে স্নেহছায়া,
গাঁয়ের মানুষ সবাই আপন
মমতা মাখানো মায়া।


প্রভাতের রবি সকাল বেলায়
ছড়িয়ে দেয় কিরণ,
তরুর শাখায় পাখি সব গায়
হেরি মধুর মিলন।


এ গাঁয়ের পথে সকাল না হতে
চলে কত গরুগাড়ি,
রাঙাপথ বাঁকে উড়ে ঝাঁকে ঝাঁকে
বলাকারা দেয় পাড়ি।


অজয়ের ঘাটে গরুগাড়ি থামে
নেমে পড়ে যাত্রীদল,
অজয়ের তীরে যাত্রীদের ভিড়ে
শোনা যায় কোলাহল।


দিবা অবসানে সন্ধ্যা আসে নেমে
দূরে পিয়ালের বন,
বাজিছে সানাই শুনিবারে পাই
ভরে উঠে মোর মন।