গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ে তরুর ছায়ে
মাটির কুটির ঘর,
গাঁয়ের কাছে ঐ দেখা যায়
অজয় নদীর চর।


রাঙাপথের সরান দিয়ে
চলছে গরুর গাড়ি,
উড়িয়ে ধুলো ছুটছে গাড়ি
অজয়ের ঘাট ছাড়ি।


আমার গাঁয়ে পথের ধারে
নয়ন দিঘির পাড়ে,
আপন মনে কুকুরগুলো
ঘেউ ঘেউ ডাক ছাড়ে।


গাঁয়ের মাটি স্নিগ্ধ শীতল
সোনার ফসল ফলে,
সরস মাটি উর্বর হয়
অজয় নদীর জলে।


গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমার সুখের ঘর,
গাঁয়ের মানুষ সবাই আপন
কেহ নয় মোর পর।