গাঁয়ের মাটিতে আছে স্নেহ প্রেম ভালবাসা,
মাঠ ভরা সোনা ধান, মাঠে ধান কাটে চাষা।
গাঁয়ে আছে ছোট দিঘি তার পাড়ে তালগাছ।
সকালে জেলেরা সব জাল ফেলে ধরে মাছ।


গাঁয়ে আছে ছোট ঘর খেজুরের গাছ আছে,
আম কাঁঠালের বনে পাখি গায় গাছে গাছে।
পদ্ম পুকুরের জলে রাজ হাঁস খেলা করে,
সবুজ ডাঙার ধারে গোরু ও বাছুর চরে।


গাঁয়ের রাখাল ছেলে বাঁশিখানি লয়ে হাতে,
বাজায় বাঁশের বাঁশি, পুলকে হৃদয় মাতে।
রাঙাপথে ওড়ে ধুলো চলিছে গোরুর গাড়ি,
পাখি সব পাখা মেলে শূন্যপথে দেয় পাড়ি।


অজয়ের খেয়াঘাটে এ গাঁয়ের মাঝি ভাই,
গান গেয়ে দাঁড় টানে সারাদিন খেয়া বায়।