গাঁয়ের মাটি             গাঁয়ের ছায়া
         শীতল দিঘির জল,
দিঘির জলে            মরাল ভাসে
         বিকশিত শতদল।


তরুর শাখায়            পাখিরা গায়
        রোজ করে কলতান,
যেদিকে চাই            দেখিতে পাই
         মাঠ ভরা সোনা ধান।


অজয় নদী              চলেছে বয়ে
         এ গাঁয়ের সীমানায়,
গাঁয়ের মাঝি           ভাটিয়ালি গেয়ে
          নাওখানি তার বায়।


গাঁয়ের পথে            লাল সরাণে
        কত লোক রোজ চলে,
পথের বাঁকে           শালিক পাখি
        রোজ আসে দলে দলে।


গাঁয়ের বধূ            কলসী কাঁখে
         ঘরে যায় জল নিয়ে,
দিঘির জলে          গাঁয়ের জেলে
        মাছ ধরে জাল দিয়ে।


সোনার রবি         সোনার আলো
        ছড়ায় ভুবন জুড়ে,
দিনের শেষে          লুকায় রবি
     দুরে পাহাড়ের চূড়ে।


গাঁয়ের মাটি          গাঁয়ের ছায়া
         ভুলায় নয়ন মন,
গাঁয়ের মাটি          স্বর্গ আমার
       গাঁয়ে জনম মরণ।