গাঁয়ের মাটিতে হেরি সোনার ফসল,
তরুর শাখায় গাহে বিহগ সকল।
বিহগের কলতানে হরষিত মন,
ওঠে রবি লাল হয় পূরব গগন।


শাল পিয়ালের বনে মুরগীরা ডাকে,
ময়না শালিকপাখি উড়ে ঝাঁকেঝাঁকে।
কোথাও বা তালগাছ, কোথাও সুপারি,
আম কাঁঠালের গাছ আছে সারি সারি।


গাঁয়ের অজয় নদী আপন খেয়ালে,
এপারে ওপারে গ্রাম মাঝে বয়ে চলে।
খেয়াঘাটে জমা যত সরু বালি চর,
ওপারেতে ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।


আমাদের গ্রামখানি অজয়ের পারে,
বিশাল সবুজ গাছ পথের দুধারে।