গাঁয়ের মাটিতে          মাটির ঘরে
          মাটির পরশ পাই।
গাঁয়ের মাটি            বিশুদ্ধ খাঁটি
         তুলনা যে তার নাই।


মাটি মেখে           মাটি দিয়ে সবে
         মাটির পাঁচিল তুলে,
মাটি দিয়ে           নিকানো উঠোন
        আছে ভরা ফুলে ফুলে।


মাটির উঠোনে         মাধবী মালতী
         মাটির পরশ পেয়ে,
পূবের সূর্য           ছুঁতে চায় ওরা
        বাঁশের বেড়া বেয়ে।


এই মাটিতে           লাঙল চালায়
         গাঁয়ের চাষী সকল,
মাটির ঘরে          রাখে যতনেতে
        সোনা ধানের ফসল।


এই মাটি দিয়ে       গাঁয়ের কুমোর
        বানায় কলসী হাঁড়ি,
গাঁয়ের মাটির         রাঙাপথ দিয়ে
       রোজ চলে গোরুগাড়ি।


গাঁয়ের মাটি         স্বর্গ যে আমার
        এই মাটি আমার মা,
গাঁয়ের মাটিতে      স্নেহের পরশ
       আমার জীবন সাধনা।