গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
এ মাটিতে সোনা ফলে,
দিঘিতে ফোটে সোনার কমল
মরালেরা ভাসে জলে।


তাল সুপারি খেজুরের গাছ
রাঙা পথের দুই ধারে,
পথের বাঁকে শালিকের ঝাঁক
সারি সারি যায় উড়ে।


সবুজ ডাঙায় চরায় ধেনু
এ গাঁয়ের রাখাল ভাই,
মিঠে সুরে বাজায় বাঁশি
অন্তরে পুলক জাগায়।


গাঁয়ের মাঠে ফসল কাটে
এ গাঁয়ের চাষী ভাই,
আঙিনায় দেখি ধানের মরাই
তুলনা যে তার নাই।


গাঁয়ের সবুজ শীতল ছায়ায়
ছোট ছোট মাটির ঘর,
পাঁচিল ঘেরা আঙিনায় শিশু
বসে খেলে নিরন্তর।


গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
মাটি যে হয় মা সবার।
মাটিতে পাই স্নেহের পরশ
গাঁআমার মাটি আমার।