গাঁয়ের পাশে নদীর কাছে  
শাল পিয়ালের বনে,
বনের মাঝে মাদল বাজে
পুলক জাগায় মনে।


আকাশ পারে নদীর ধারে
শঙ্খচিল উড়ে চলে,
গাঁয়ের মাঝি নৌকা ভাসায়
অজয় নদীর জলে।


রাঙা মাটির পথের বাঁকে
কাঞ্চনতলার মাঠ,
উঁচু ও নীচু বন্ধুর পথে
অজয় নদীর ঘাট।


কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের বধূ সকল,
নদীর পাড়ে বসে বলাকা
সুশীতল নদীজল।


পশ্চিমে ডুবে সোনালী সূর্য
দিবসের অবসানে,
আপন মনে বহিছে নদী
দূর সাগরের পানে।