গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৫

সোনা রোদ উঁকি দেয়
আকাশের আঙিনায়,
গাছে গাছে ডালে ডালে
পাখি সব গীত গায়।

রাঙাপথে দুই ধারে
কচি কচি ধান গাছে,
সবুজের সমারোহে
খেত মাঠ ভরে আছে।

ফুল বনে ফুল শাখে
ফুটে ওঠে ফুল কলি,
পুষ্পকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
গুঞ্জরিয়া আসে অলি।

অজয়ের নদী বাঁকে
দুই ধারে কাশ ফুল,
শোভা অতি মনোরম
ভরে আছে দুই কূল।

বেলা শেষে অন্ধকার
নামে অজয়ের ঘাটে,
দিন শেষে সন্ধ্যা আসে
ভোর হয় রাত কাটে।