গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৩


শরতের আগমনে শিউলি ফুটিল বনে
টগর ফুটিল রাশি রাশি,
অলিগণ আসে ধেয়ে আনমনে শুধু চেয়ে
ফুলবনে জুটে সবে আসি।


কচি কচি ধানগাছে খেত মাঠ ভরে আছে
সবুজ দেখায় চারিধার,
প্রভাতে তৃণের পরে নিশির শিশির ঝরে
সাদা মেঘ গগন মাঝার।


পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
সোনালী কিরণে রবি হাসে,
রাঙাপথে যাত্রী হাঁটে চলে অজয়ের ঘাটে
বোঝা নিয়ে যাত্রীদল আসে।


শাল পিয়ালের বনে বাজে বাঁশি ঘনে ঘনে
সাঁওতালেরা মাদল বাজায়,
অজয়ের নদীকূলে দুধার ভরে কাশফুলে
শোভা হেরি পুলক জাগায়।


দিন যায় সন্ধ্যা আসে সানাইয়ের সুর ভাসে
দীপ জ্বলে উঠে ঘরে ঘরে,
শরতের আকাশেতে চাঁদ তারা উঠে মেতে
জোছনা ঝরিছে নদীচরে।