বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শ্রীমতী রীনা বিশ্বাস (হাসি) মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির লেখায় মুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে গায়িকাকবি কাব্য উপহার কবির করকমলে উত্সর্গ করলাম।


গায়িকা কবি কাব্য উপহার
                -লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্য রত্ন সুধা তুমি বিদিতা জগতে,
লিখিলে কাব্য কত এই আসরেতে।
কবিতার আসরেতে করিলা প্রকাশ,
কবিতায় হেরি তব অনন্য প্রয়াস।


কাব্যে সরস্বতী তুমি হও বিদ্যাবতী,
পরমা প্রকৃতি তুমি, অতি বুদ্ধিমতী।
সর্বগুণ অধিকারী প্রিয়কবি তুমি,
লভিয়া তোমায় ধন্য এ ভারতভূমি।


কবিতা আসরে তুমি সুকণ্ঠী গায়িকা,
কাব্যসুধা সিন্ধু তুমি, কাব্য সাগরিকা।
গায়িকাকবি উপাধি দিলাম তোমায়,
জ্ঞানী গুণীজনে তব জয়গান গায়।


কাব্য সুধাকণ্ঠী তুমি জানে সর্বজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।