বসন্তের ভালবাসার দিনগুলি একে একে পার হয়ে গেল।  গোলাপ-দিবস, প্রস্তাবিত দিবস, চকোলেট দিবস, টেডি দিবস, প্রতিশ্রুতি দিবস, আলিঙ্গন দিবস ও সবশেষে বিশ্ব ভালবাসা দিবস।
মনে রাখবেন:
১. প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোন আলাদা 'রোজ ডে' লাগে না যদি ভালোবাসা টা সত্যি হয়।
২. ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোন 'প্রপোজ ডে' লাগে না যদি ভালোবাসা খাদ মুক্ত হয়।
৩. ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোন 'চকলেট ডে' লাগে কি? কখনোই না!
৪. ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোট বাচ্চা দের মত খুশি করতে আলাদা কোন 'টেডি ডে' দরকার পড়ে না।
৫. ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোন 'প্রমিজ' দরকার পড়ে না।
৬. আপনজনের সান্নিধ্যের নতুন আলো পথ দেখায় নতুন আঙ্গিকে। ’হাগ ডে’। বাংলা করলে যা দাঁড়ায়- ’আলিঙ্গন দিবস’। আর সে আলিঙ্গনটি হতে পারে প্রিয় মানুষ, প্রিয় প্রাণীটির সঙ্গেও।
৭. প্রেয়সী কে একবার ভালোবেসে তার ঠোঁট স্পর্শ করতে আলাদা কোন 'কিস ডে' এর প্রয়োজন পড়ে কি??
৮. প্রেয়সী কে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয়?? আর কোন দিন কি বলা যায় না?? ভালোবাসা দিবস কি একটাই?? পুরো বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না??


প্রকৃত ভালোবাসা মানে না কোন আলাদা দিন।নির্দিষ্ট একটি দিনে সীমাবদ্ধ থাকে না। বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে। শুধু নির্দিষ্ট কয়েকটি দিবসকে কেন্দ্র করে নয়, জীবনের প্রতিটি মাস, ক্ষণ ভরে থাকুক শুধু আনন্দে উচ্ছ্বাসে আর নিরন্তর ভালোবাসায়। ভালোবাসায় পূর্ণ হোক সবার হৃদয়।


সেই ভাবনার আলোকে আমার কবিতা।


গোলাপ দিয়ে কেনা ভালবাসা
                        - লক্ষ্মণ ভাণ্ডারী


প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।


ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
অভিন্ন হৃদয় দুটি এক হয়ে রয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
লাগে ভাল তাই সবে ভালবাসা কয়।


ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।


কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।
গোলাপের গায়ে কাঁটা সুগন্ধ ছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।



একটি গোলাপের কান্না
(আমার পূর্ব প্রকাশিত গদ্য-কবিতা)
                         - লক্ষ্মণ ভাণ্ডারী


একটি গোলাপের বিনিময়ে বন্ধত্ব কিনেছিলাম।
সেদিন বুঝিনি বা বোঝার চেষ্টাও করি নি
যে গোলাপের গায়ে কাঁটা আছে।
ভালবাসার কাঁটা আজও আমার গলায় বিঁধে আছে।
গাঁয়ের মেয়ে কাজলকে আমি ভুলে গেছি।
আজ আমার একমাত্র সাথী__
সোফিয়া, জুলিয়েট মার্থা, বিউটি ক্যুইন
মিস এলিজা ইসাবেল।
......
কোন এক কুক্ষণে এসেছিল
অভিশপ্ত ভ্যালেন্টাইন ডে।
এই দিনে শুধুমাত্র শত সহস্র
তরুণ তরুণীরাই বিপন্ন হয় নি।
ভেঙে গেছে দেশ।
মৃত্যু হয়েছে ভালবাসার।
পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে গিয়ে
আজকের দেশ অনেক নীচে নেমে গেছে।
আজও ভালবাসার নদীতে ভেসে ওঠে
বুলেটবিদ্ধ তরুণ-তরুণীর মৃতদেহ।
রাতের অন্ধকারে এই ধরণীতে
বহু অপরিশ্রুত ভ্রূণের জন্ম দেয়
অল্পবয়সী প্রেমিক-প্রেমিকারা।
অন্ধকার চোরা গলি পথে
ঘোরাফেরা করে আঁধারের মুসাফির।
ভালবাসার শকুনের দল পবিত্র ভালবাসা
পান করে সবুজ পেয়ালায়।
ভালবাসার রঙিন চশমা পরলে
গোটা বিশ্বকে সবুজ দেখায়।
তবে কি সত্যিই
ভালবাসা মরে গেছে !!! ???


অথচ আজও কামনার রাঙা গোলাপ
হাতে নিয়ে অধীর আগ্রহে
অপেক্ষা করে তরুণ তরুণীর দল
অভিশপ্ত এই দিনটির জন্যে।
ভালবাসার কেনা বেচা শুরু হয়
একটি গোলাপের বিনিময়ে।
ওরা ভুলে যায়-
সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ।
গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী
সীতা আর অরুন্ধতী।
বীনা দাশ, কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদ্দার।
বৃটিশ সিংহের বিরুদ্ধে ওরা অগ্নিকন্যা
হয়ে জ্বলেছিল। কিন্ত আজকের দিনে
তরুণীরা বিউটি ক্যুইন সেজে
তরুণদের অবচেতন মনে
জাগায় কামনার ইন্ধন।
শুধু একটি গোলাপের বিনিময়ে।


............
দিন চলে যায়। রাত আসে...
এখন অনেক রাত।
......রাতের আঁধারে
একলা গোলাপ শুধু কাঁদে।