গ্রাম সড়কের চৌমাথায়,
ছোট ঘর শীতল ছায়ায়।
সবুজ তরুর শাখে শাখে,
প্রভাত হলে পাখিরা ডাকে।


আম কাঠালের বনে বনে,
ডাকে কোকিল আপন মনে।
ফুল বনে ফুলের উপর,
মধু খেয়ে ঘুমায় ভ্রমর।


রাখাল বসে বাজায় বাশি,
মাঠে মাঠে চাষ করে চাষী।
আছে মন্দির গায়ের মাঝে,
কাসর বাজে সকাল সাঝে।


অজয় নদী গায়ের পাশে,
ঝরে শিশির সবুজ ঘাসে।
পুকুর পাড়ে পথের বাকে,
গরু বাছুর দাড়িয়ে থাকে।


গ্রাম আমার মাটি আমার,
তার তুলনা পাওয়া ভার।
মা যে আমার গ্রাম আমার,
আমার গ্রাম সেরা সবার।